ফরহাদ মাহমুদ : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে গত রোববার (২০ ই সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় স্নাতকোত্তর পরীক্ষা শুরু হয়। আর নির্দেশনা অমান্য করার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদরাসাটিকে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। একই সাথে মাদরাসাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জারি করা আদেশটি স্থগিত করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী মারা যান। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে রোববার থেকে প্রতিষ্ঠানটি পরীক্ষা নেয়া শুরু করে। ২০ সেপ্টেম্বর সকালে পরীক্ষা শুরু হলেও সেদিনই মাদরাসায় পরীক্ষা নেয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। সূত্র জানায়, মাদরাসাটিতে খোলার অনুমতি চেয়ে আবেদনটি সুপরিশসহ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে প্রেক্ষিতে গতকাল ২২ সেপ্টেম্বর মাদরাসাটিকে পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের শর্তে মাদরাসাটিকে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হল। একই সাথে ১৭ সেপ্টেম্বর জারি করা আদেশেটির কার্যকারিতা স্থগিত করা হল। ছাত্রদের বিক্ষোভের মুখে গত ১৭ সেপ্টেম্বর ওই মাদরাসা বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়।