মোহাম্মদ হাসানঃ একটি সুস্থ ও পরিচ্ছন্ন নগরে বসবাস করা প্রতিটি নাগরিকের চাওয়া। বাস্তবতা ও প্রয়োজনের তাগিদেই বেড়ে ওঠে একেকটি শহর ও নগর। আমি সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি এমনটি বললেন বারইয়ারহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন। এবার পরিচ্ছন্ন,মশা মুক্ত পৌরসভা গড়ে তোলাকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিয়েছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন । বাসা-বাড়ি থেকে প্রতিদিন নিয়মিত বর্জ্য সংগ্রহ, ড্রেন পরিষ্কার রাখা ও এলাকাভিত্তিক ময়লার ভাগাড়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তৎপরতা বাড়ানো হচ্ছে। মশার উৎপাত কমাতে মশার ঔষধ ছিটানো ফগার মেশিনে ধোঁয়া দেয়া চলছে নিয়মিত।