পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ফেনীর পরশুরাম উপজেলায় সংগীত শিক্ষক ও আবৃত্তি শিক্ষক হিসেবে পরশুরাম নজরুল একাডেমি শাখার ৮ সদস্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন। সোমবার ১৫ মার্চ মহিলা বিষয়ক কর্মকর্তা তাদের হাতে এ নিয়োগপত্র তুলে দেন। জানা গেছে নিয়োগ প্রাপ্ত সকলে তাদের যোগদান পত্র মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসে জমা দিয়েছেন। নিয়োগ প্রাপ্তরা সকলেই পরশুরাম নজরুল একাডেমী শাখার সদস্য। পরশুরাম নজরুল একাডেমির সাধারণ সম্পাদক ও পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউছুপ মিন্টু বলেন শিক্ষক হিসেবে যারা নিয়োগ পেয়েছে তারা সবাই মেধাবী তার নজ্যই তারা এতটুকু আসতে পেরেছে। সংগীত ও আবৃত্তি শিখানোর জন্য যতটুকু প্রয়োজন নিয়োগকৃত সবার মধ্যে তা আছে।ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে যথেষ্ঠ ভুমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন ইতিমধ্যে পরশুরাম নজরুল একাডেমি শাখার সদস্যরা সাংস্কৃতিক অঙ্গনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সুনামের সহিত তারা তাদের প্রতিভা দেখিয়ে এসেছেন। এছাড়াও পরশুরাম নজরুল একাডেমির শিল্পীরা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারেও অনেক অনুষ্ঠান করেছেন।