পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পরশুরাম উপজেলা শাখার আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় ভাবে ঘোষনা করা হয়েছে। শামসুল আলম সাকিলকে আহ্বায়ক, জহিরুল ইসলাম জহিরকে ১ নং যুগ্ন আহ্বায়ক ও আবুল খায়ের লিটন কে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। শামসুল আলম সাকিল যুবদলের সাধারণ সম্পাদক , জহিরুল ইসলাম জহির ছাত্র দলের সভাপতি আবুল খায়ের লিটন ছাত্রদলের সাধারন সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। জাতীয়তাবাদী যুবদলের পরশুরাম পৌর শাখায় নব গঠিত কমিটিতে মোঃ মোস্তফা খোকন কে আহ্বায়ক, মিসফাকুস সামাদ রনিকে ১ম যুগ্ম আহবায়ক ও নুরুল আফছার চৌধুরী কমলকে যুগ্ম আহবায়ক নির্বাচন করা হয়েছে। মোঃ মোস্তফা খোকন পৌর যুবদলের সাধারণ সম্পাদক, মিসফাকুস সামাদ রনি উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ও নুরুল আফছার চৌধুরী কমল পৌর ছাত্রদলের সভাপতি পদে দায়িত্বে ছিলেন। জানা গেছে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ছাত্রদলের সাধারণ সদস্য পদ থেকে উঠে আশা কর্মীদের মুল্যায়ন করে পদে স্থান দেয়া হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক বিএনপির এককর্মী সমর্থক বলেন যারা সবসময় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন তাদেরকে যুবদলে স্থান দেওয়া হয়েছে। এইটা একটি সমউপযোগী সিদ্ধান্ত। তিনি দলের ত্যাগীদেরকে মূল্যায়ন করার জন্য নীতি নির্ধারকদের ধন্যবাদ জানান। যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কদের অভিনন্দন জানিয়েছেন পরশুরাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।