পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরাম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পরশুরাম নজরুল একাডেমি শাখার পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানী হানাদার বাহীনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বাধীনতার ডাক দিয়ে যে ঐতিহসাসিক ভাষন দিয়েছেন সে দিনটিকে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্বের চেতনাকে উজ্জিবিত করে রাখতে পরশুরাম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে দেশের গানের অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়। রবিবার (৭মার্চ) বিকেলে খোকা মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াছমিন আকতার। প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাছরিন আকতার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদি সহ উপজেলার স্হানীয় সাংস্কৃতিক প্রেমিরা উপস্থিত ছিলেন। এর পর পরশুরাম মডেল থানার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেন নজরুল একাডেমি। পরশুরাম নজরুল একাডেমির শিল্পীদের পরিবেশনায় দেশের গান, নৃত্য, আবৃত্তি সহ বঙ্গবন্ধুর ভাষন পরিবেশিত হয়।