পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর সহযোগিতায় খোকা মিয়া মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়। ‘মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাছরিন আকতার। এসময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়াসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।