মোঃ ফয়সাল,নোয়াখালী প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে ২৭ শে ডিসেম্বর সোমবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে মুক্ত আকাশে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সংগীত পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) শতবর্ষ পূর্তিতে দিনটি উদযাপন করেন।
এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) নোয়াখালী জেলা শাখার সভাপতি জনাব আবুল কাসেমের সভাপতিত্বে ও জেলা শাখার সম্পাদক মুহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় শতবর্ষ পূর্তি উদযাপনের আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ দিদারুল আলম,মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন (বি.টি.এ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম সেলিম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার ছালেহ উদ্দিন চৌধুরী, হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও (বি.টি.এ) সদর উপজেলা শাখার সভাপতি এ.বি.এম আবদুল আলীম সহ জেলার এমপিও ভুক্ত শিক্ষকমন্ডলীবৃন্দ।
সভায় বক্তারা বেসরকারি-সরকারি বৈষম্য দূর করার আহ্বান জানান এবং অনতিবিলম্বে মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য রাষ্ট্রপ্রধানের নিকট জোর দাবি তুলে ধরেন।