মরতুজার রহমান (সেনবাগ প্রতিনিধি)- নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিন উদযাপন উপলক্ষ্যে গতকাল চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়, চাকুরী করবো না চাকুরী দিবো, উদ্দোগক্তা, এবং ভালো মানুষ হওয়ার একটা প্লাটফর্ম হচ্ছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন, একজন স্বপ্নবাজ তরুন ইকবাল বাহার জাহিদের হাতে গড়া প্লাটফর্ম । ১,২ করে ১০০০ তম দিন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি , হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকারী সদস্য মহী উদ্দিন, মারজান আক্তার ফলি,নজরুল ইসলাম প্রমুখ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা এম্বাসেডর বারর উদ্দিন, অনুষ্ঠানে আগত অতিথিরা নিজের উদ্দোক্তা হওযার গল্প বলেন, এবং যারা উদ্দোক্তা হতে চাই সবাই সার্বিক সহযোগিতার আশ্বাস দেন, পরে মারকাজ লিঃ পক্ষ থেকে একজন কে উদ্দোক্তা হওয়ার জন্য ১০ হাজার টাকার চেক প্রদান করেন।