মোঃ ফয়সাল , নোয়াখালী সংবাদ দাতাঃ গত ২১/০২/২০২১ ইং রবিবার সন্ধ্যা ৬ টায় নোয়াখালীর সদর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে ‘নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৭৫ বছর পূর্তিতে প্রাক্তন সকল ছাত্র/ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এই সময় প্রাক্তন ছাত্র জনাব আবদুল মালেক স্যার এর সভাপতিত্বে প্রাক্তন ছাত্র মাহবুবুর রহমান সোহাগ এর সঞ্চালনায় এবং সাজ্জাদুর রহমান মন্জু ও অহিদুর রহমান তিয়াস এর সহায়তায় শিক্ষক,পুলিশ,ডাক্তার,সাংবাদিক, কৃষক,ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রণির, সকল ব্যাচের ছাত্রের উপস্থিতিতে প্রাণের প্রতিষ্ঠান নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘উই ফর আস’ এই প্রাতিপাদ্যকে সামনে রেখে এই প্রস্তুতিমূলক আলোচনা সভায় সকল প্রাক্তন ছাত্র /ছাত্রী উন্মুক্ত আলোচনা করেন এবং প্রোগ্রাম কে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে কাঁধে কাঁধ রেখে একাকার হয়ে একটি গৌরব ও ঐতিহ্যের প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে গঠনমূলক মতামত পেশ করেন এবং সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের নিয়ে ২০২২ ইং বর্ষপূর্তি উদযাপন করে নোয়ান্নই স্কুলকে একটি আদর্শের প্রতীকরুপে গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।