মোঃ ফয়সাল, সদর(নোয়াখালী) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দূরপাল্লার গণপরিবহনের দুস্থ ও অসহায় ৩০০ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাকালে রমজানের শুভেচ্ছা উপহার বিতরণ করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল। গত ১৩/০৪/২০২১ইং মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে নোয়াখালী পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে দূরপাল্লার ৩০০ গণপরিবহন শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু, তৈল, বুট, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় মেয়র বলেন, আপনাদের লজ্জ্বা পাবার কিছু নেই। এটি আপনাদের নাগরিক অধিকার। আমি বয়সে ছোট হলেও আপনাদের অভিভাবক প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাকালে আপনাদের পাশে দাড়াতে পারছি বলে আমি নিজেও ধন্য।