মোঃ ফয়সাল,নোয়াখালী সংবাদদাতাঃ নোয়াখালী সুধারাম থানার বাঁধেরহাটে ৮নং এওজবালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন মান্না(২০) দূর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়। গত ১১/০৩/২০২১ইং বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টায় বাঁধেরহাট গোরাপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভিতর থেকে দূর্বৃত্তরা গুলি ছুড়লে মারত্নকভাবে আহত হয়ে পড়ে থাকলে পরে স্থানীয়দের সহায়তায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। আহত, রিয়াজ হোসেন মান্না (২০) নোয়াখালী সুধারামের রাজাপুর গ্রামের দুলাল মিয়ার (৫৫) সেজো ছেলে। সে ৮ নং এওজবালিয়া ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এ ঘটনার প্রতিবাদে গত ১৮/০৩/২০২১ ইং বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাঁধেরহাট আঞ্চলিক শাখা ছাত্রলীগ সভাপতি রাজু রায়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন সুমন, সদর উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর শেখ,যুবলীগ নেতা জহির মেম্বার সহ আরো অনেক ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ সহ বিভিন্ন নেতাকর্মীদের স্বতঃস্পূর্ত আগমন ছিলো। এসময় বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টার ঘটনা। এই নিন্দনীয় হত্যাচেষ্টার ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরবর্তীতে কেউই যাতে এমন সন্ত্রাসী হামলার শিকার না হয় সেদিকে সকল নেতাকর্মীদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এ ঘটনায় সুধারাম থানায় কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হলে সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।