নোয়াখালী সংবাদদাতাঃ গত ২১/০২/২০২১ ইং রবিবার সকাল ১০ টায় সুধারামের বৃহত্তর এওজবালিয়া ইউনিয়ন পরিষদে আঞ্চলিক আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আ’লীগের সদস্য ও তিনবারের সফল ইউ.পি চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুজ জাহের। বিশেষ আলোচনা উপস্থাপন করেন এওজবালিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহ্বায়ক মজিবুর রহমান সোহাগ মেম্বার , আবদুল মান্নান মেম্বার,ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মাহফুজ মিশু,ছাত্রলীগ নেতা সাংবাদিক মোঃ ফয়সাল,সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ,ছাত্রলীগ নেতা জুয়েল রানা প্রমুখ। বক্তাদের বক্তব্যে,১৯৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের রুহের আত্নার মাগফেরাত করে সকলকে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হতে আহ্বান করা হয়েছে।