(নোয়াখালী) প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে নোয়াখালী পৌরসভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারী পৌরসভার সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বারক প্রদান,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। গত ২৪/০৩/২০২১ ইং বুধবার সকাল ১০ টায় নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলরুমে এই অনুষ্ঠানটি শুরু হয়ে বেলা ১২ঃ৩০ মিনিটে বীর শহীদদের স্বরণে দোয়া ও সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বারক (ক্রেষ্ট) এবং মুক্তিযোদ্ধা সন্তানদের মগ উপহার দেওয়ার মাধ্যমে । সাবেক নোয়াখালী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পাওয়া নোয়াখালী পৌরসভার শ্রেষ্ঠ মেয়র শহীদুল্লাহ্ খাঁন সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন,বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা জি.এস কাশেম,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যা,বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম, কাউন্সিলর শামীম হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী,জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, নোয়াখালী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কায়সার হামিদ রকি,যুগ্ম আহ্বায়ক শামসুল হুদা প্রমুখ। বক্তব্যে মেয়র বলেন, “স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী পৌরসভার সকল বীর মুক্তিযোদ্ধাদের বাসা-বাড়ির ট্যাক্স মওকুফ করে দিলাম এবং পানির বিল কিভাবে সর্বনিম্ন করা যায় সে ব্যবস্থা দ্রুত গ্রহণ করবো”