সমপ্রিয় চাকমা অর্ণব খাগড়াছড়ি প্রতিনিধি ঃ সিলেটে গৃহবধূ ও খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে খাগড়াছড়ি জেলার সকল ব্যান্ডের শিল্পীরা করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ১০ ঘটিকায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে খাগড়াছড়ি প্রেসক্লাবে গিয়ে মানব বন্ধন করা হয়। উক্ত মানব বন্ধনটি আয়োজন করেন খাগড়াছড়ি ব্যান্ড এসোসিয়েশন ও গ্রীন সিকন্যাল। প্রতিবাদ মানব বন্ধনে বক্তারা বলেন,অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে, তা না হলে খাগড়াছড়ি পার্বত্য জেলার শিল্পীগোষ্ঠীরাও কঠোর কর্মসূচি ঘোষণা মাধ্যমে রাজপথে নামতে বাধ্য হবে বলে প্রতিবাদ মানব বন্ধনে থেকে হুঁশিয়ারি দেয়া হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি দূগ্য মারমা, সহ সভাপতি রাসেল চাকমা, সহ সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, প্রচার সম্পাদক উত্তম কুমার রায়, সংস্কৃতি সম্পাদক সপ্তম ত্রিপুরা আরো উপস্থিত ছিলেন ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম ব্যান্ড হলং এর ভোকালিষ্ট অজয় সেন ত্রিপুরা।