দোহার ও নবাবগন্জ উপজেলায় লক ডাউন মানাতে অভিযান পরিচালনা ও জরিমানা মাকসুমুল মুকিম, দোহার -নবাবগঞ্জ (ঢাকা)ঢাকার দোহার এবং নবাবগঞ্জ উপজেলায় মহামারী করোনার পরিস্থিতি কারণে সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতির ৩য় দিনে অভিযান পরিচালনা করা হয়েছে। তারই পেক্ষাপটে আজ ১৬ এপ্রিল শুক্রবার দোহার উপজেলায় লকডাউন কার্যক্রমকে সফল করতে বিকেলে উপজেলার থানার মোড় এলাকায়, দোহার বাজার, সুতারপাড়া বাজার মেঘুলা বাজার, এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলে রাখার অপরাধে ২ টি মামলায় ২ জন কে সাতশত টাকা জরিমানা করা হয়েছে। স্বাভাবিকভাবে জনগণ লক ডাউন মানছে বলে পর্যবেক্ষক করে দেখা গিয়েছে। তবে কিছু লোক সরকারি আদেশ মানে না বলে তাদের জরিমানা গুনতে হয়। এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন সরকার ঘোষিত লক ডাউন পালন করাতে আমরা মাঠে কঠোর অবস্থানে রয়েছি। আপনারা সকলে বাসায় অবস্থান করুন জরুরি প্রয়োজন ছাড়া বাসা হতে বের হবেন না। অপরদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত লক ডাউন পরিস্থিতি মানাতে উপজেলা প্রশাসন নবাবগন্জ মোবাইল কোট পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম. সালাউদ্দীন মনজু। সালাউদ্দীন মনজু বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনারা ঘরে অবস্থান করুন, নিয়মিত মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন অপর কে সুস্থ রাখুন।