মাকসুমুল মুকিম দোহার -নবাবগন্জ (ঢাকা) ঢাকার দোহার উপজেলায় মাস্ক ব্যবহার না করার অপরাধে উপজেলার জয়পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করে নয় টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়শত টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযান পরিচালনা করা সময় সাধারণ জনগনের থেকে শোনা যায় বিভিন্ন উক্তি যেমন মোবাইল কোটের আসার খবর পাই নি বলে মাস্ক পড়ি নি। আবার কেউ কেউ বলছে দম ছাড়তে পারি না বলে মাস্ক পড়ি না, আবার কেউ বলে মাস্ক পড়তে ভূলে গেছি ইত্যাদি। জ্যোতি বিকাশ চন্দ্র বলেন , ঘরের বাহিরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ ৯ জনকে জরিমানা করেছি। এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছি। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স