মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি নির্মল রঞ্জন গুহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপন করার আহবান জানান। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় রমনা পার্কে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপন করার আহবান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন আমরা গর্বিত আমাদের একজন শেখ হাসিনা আছে! আমাদের নেত্রী বিশ্বের বুকে অনুকরনীয় মানবিক দৃষ্টান্ত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করার বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের বৃক্ষরোপন বিতরনের পাশাপাশি অবহেলিত অসহায় বিপন্ন মানুষের পাশে মানবিক সহায়তা প্রদানের আহবান জানান। বৃক্ষরোপণ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম, আব্দুর রাজ্জাক, দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলিম বেপারী,অ্যাডঃ মাহফুজা বেগম সাঈদা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, আজিজুল হক আজিজ, আরিফুর রহমান টিটু শাহজালাল মুকুল, আবু তাহের, আনোয়ারুল আজিম সাদেক, রাহুল দাস, মেহেদী হাসান মোল্লা,আবিদ আল হাসান,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, গোলাম রাব্বানী, আফরোজ হাবীব, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার প্রমুখ।