মোহাম্মদ হাসানঃ দিনের ভোট রাতে হবে ন’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েন তিনি। আজ ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈশ্বরদী-আটঘড়িয়া আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এই সময় সিইসি নুরুল হুদা বলেন, আমরা কখনোই পক্ষপাতিত্বের নির্বাচন করিনি। পাবনা-৪ আসনের উপ-নির্বাচনও অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। ভোটগ্রহণে স্বচ্ছতা আনতে ভোটের দিন সকালে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হবে। এরপরও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাভাইরাস মহামারির মধ্যেও বিভিন্ন শূন্য আসনে উপ-নির্বাচন ও স্থানীয় নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। তবে নির্বাচন কমিশন প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটগ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবির, পাবনা জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রমুখ। গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী শূন্য এ আসনে আগামী ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নূরুজ্জামান বিশ্বাস, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী রেজাউল করিম।