সুমন পাটোয়ারী;- দাগনভূঞা ফেনী প্রতিনিধি “করোনাকালে নারি নেতৃত্ব গডবে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারি দিবস ২০২১ উদযাপন দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বিকেলে। উক্ত দিবসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহী, ইয়ারপুর ইউনিয়ন সভানেত্রী হোসনে আরা, মহিলা বিষয়ক তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার, ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক সাহিদা ইয়াছমিন প্রমূখ। শেখ হাসিনার বারতা নারি পুরুষ সমতা, আন্তর্জাতিক নারি দিবস করোনাকালে নারি নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এ বিষয়গুলোর উপর বক্তারা নারীর ক্ষমতায়ন, সাফল্য ও অবহেলিত নারীদের বিভিন্ন বিষয়ে সার্বিক দিক নির্দেশণা নিয়ে আলোচনা করা হয়|