সংবাদ সংগ্রহঃআশফাল আহম্মেদ রাফিঃ- দাগনভূঞায় উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বিত অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জন্ম-মৃত্যু নিবন্ধন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন, বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ, কার্যক্রম সম্প্রসারণ, উদ্ভাবন এবং BDRIS সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত সমন্বিত অনলাইনে প্রশিক্ষণ দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের নেতৃত্বে উপজেলায় অংশগ্রহণ করেন উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাগণ। প্রশিক্ষণে জন্ম-মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল জনাব মানিক লাল বণিক স্যার, সাবেক সচিব জনাব মোঃ নজরুল ইসলাম স্যার (সাবেক ইউএনও, সোনাগাজী, ফেনী) D4H এর কান্ট্রি ডিরেক্টর জনাব মঈন উদ্দিন স্যার ।