আজ ৭-ই ফেব্রুয়ারি,২০২১ ইং তারিখে সারা দেশব্যাপী একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উব্দোধন করা হয় যার অংশস্বরূপ দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদা আক্তার তানিয়া, সম্মানিত পৌরসভা মেয়র জনাব ওমর ফারুক খান,সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব মাস্টার কামাল উদ্দিন, সম্মানিত ডিজিএম পল্লী বিদ্যুৎ জনাব জাহিদুল ইসলাম, সম্মানিত কনসালটেন্ট (শিশু) জনাব ডাঃ নুরুল আফসার মামুন,সম্মানিত মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) জনাব ডাঃ মোঃ আসিফ উদ্দৌলা সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, টিকাদানকর্মী, স্বচ্ছাসেবক সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীবৃন্দ। উক্ত টিকাদান কার্যক্রমের প্রথম টিকা গ্রহন করেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন মহোদয় এবং তদপরবর্তী টিকা গ্রহন করেন যথাক্রমে সম্মানিত পৌরসভা মেয়র জনাব ওমর ওমর ফারুক খান মহোদয় এবং সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়।