দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় খাদ্যে বিষাক্ত চেতনা নাশক দ্রব্য প্রয়োগের ঘটনায় ৩ জনকে আসামি করে গতকাল বুধবার রাতে মামলা করে ফখরুল ইসলাম সোহেল নামের এক যুবলীগ নেতা। পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানাযায়, উপজেলার ইয়াকুবপুর গ্রামের ছেলামত উল্যাহ প্রেসিডেন্ট বাড়ির যুবলীগ নেতা ফখরুল ইসলাম সোহেল ও প্রবাসী জাহাঙ্গীরের বসতঘরে গত সোমবার রাতে খাদ্যে বিষাক্ত চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে দূর্বৃত্তরা। এঘটনায় উপজেলা যুবলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক ফখরুল ইসলাম সোহেল বাদী হয়ে একই গ্রামের খালেক মিয়ার নতুন বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে আবদুল আলীম সুমন(৩৮), বসু পন্ডিত বাড়ির মৃত মজির উল্যাহর ছেলে এমরান হোসেন পারভেজ (৩৬) ও খলিল ভূঞা বাড়ির মৃত জেবল হকের ছেলে মিশন (৩৬) কে আসামি করে থানায় করে। মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোবারক হোসেন, প্রধান আসামি আবদুল আলীম সুমনকে গত বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এঘটনায় সন্দেহভাজন হিসেবে ইয়াকুবপুর গ্রামের কৃষ্ণ চন্দ্র সূত্রধরের ছেলে পলাশ চন্দ্র সূত্রধরকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মামলার এজাহারনামীয় আসামি ইয়াকুবপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন পারভেজ জানান, এঘটনায় তিনি জড়িত নন। ষড়যন্ত্র করে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। তিনি প্রশাসনের নিকট নিরপেক্ষ তদন্ত আশা করেন। থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত সোমবার রাতে খাদ্যে বিষাক্ত চেতনা নাশক দ্রব্য প্রয়োগে দুই পরিবারের ১১ সদস্য অজ্ঞান হয়ে।