দাগনভূঞা বিশেষ প্রতিনিধি সুমন পাটোযারী : ফেনীর দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ চন্ডিপুর ছাদুমিয়ার বাড়ির প্রবাসী আবুল বাসার সুমন এর বসতঘরে স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় জোরপূর্বক তালা ভেঙ্গে বসতঘর দখলের অভিযোগ উঠেছে আপন ছোট বোনের বিরুদ্ধে। প্রবাসী আবুল বাসার সুমন এর স্ত্রী লিপি আক্তার যানান, তার স্বামী সুমন একজন প্রবাসী। তারা স্বপরিবারে ঢাকায় ভাড়া বাসায় বসবাস করেন। ছেলে সন্তানদের ঢাকাতেই পড়ালেখা করান। বছর ছয়মাসের মধ্যে তারা ২/৪ দিনের জন্য গ্রামে নিজ বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু গত এক বছর যাবত লিপি আক্তারের ননদ রিমা বেগম তার স্বামী জেবলহকের বসত ঘর বিক্রি করে ১১ লক্ষ টাকা তার ভাই সুমনের নিকট পাবে বলে দাবী করে। সেই সূত্র ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় জোরপূর্বক সুমনের বসতঘরের কখনো তালা ভেঙ্গে আবার কখনো টিন কেটে ঘরের ভেতরে প্রবেস করে জবর দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে রিমা বেগম জানান, তার স্বামী জেবলহক একজন অসুস্থ মানুষ। তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যায় করতে হয়েছে। যার জন্য তিনি স্বামী জেবলহকের বসতবাড়ি বিক্রি করে অভিযোগকারী লিপি আক্তারের স্বমামী সুমনের বসতঘরে প্রবেস করেছেন। তিনি আরো জানান সুমনের নিকট তিনি ১১ লক্ষ নগদ টাকা পাবেন। অন্যদিকে সুমনের বড় ভাই প্রবাসী আবুল হাসেম ও তার প্রতিবেশিদের সাথে কথা বললে তারা জানান রিমা আক্তার সুমনের নিকট টাকা পাওয়ার বিষয়টা পরিপূর্ণ মিথ্যা বা বানোয়াটবটে। সে জোরপূর্বক তালা ভেঙ্গে সুমনের বসতঘরে প্রবেস করেছেন। স্থানিয় ইউপি মেম্বার ফারুক জানান, উপরোক্ত বিষয়টি তার অবগত রয়েছেন এবং পাশাপিশি তিনি স্থানিয়ভাবে সমাধান করার চেষ্টাও করেছেন। অভিযোগকারী লিপি আক্তার আরো জানান, তার স্বামী সুমনের বসতঘর ফিরে পেতে স্থানিয় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করছেন তিনি।