বিশেষ প্রতিনিধি : দাগনভূঞায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃ্ষক পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের এর আওতা বাস্তবায়িত প্রদর্শনীর বারি সরিষা-১৪ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম পূর্ব চন্দ্রপুর গ্রামে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ রাফিউল ইসলাম এর সভাপতিত্ত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ তোফায়েল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক (পি পি) কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রায়হান। বক্তব্য রাখেন- উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সামছ উদ্দিন,পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুল হক চৌধুরী,উপসহকারী কৃষি কর্মকর্তা, সাইফুল ইসলাম মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, কৃষক জয়নাল আবেদীন প্রমুখ।