ফেনী দাগনভূঞা উপজেলা ৬নং সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড হায়াতপুর গ্রামে রহিমা আহম্মেদ ইবতেদায়ী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান সোমবার বিকেলে হায়াতপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান জহিরুল ইসলাম এর সঞ্চালনায় আবদুল মান্নান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন, ৬নং সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, দাগনভূঞা থানার এ এস আই দেলোয়ার হোসেন, এ এস আই মনোয়ার হোসেন, সাবেক পেশ ইমাম মো. মাঈন উদ্দিন, অত্র মাদ্রাসার হাফেজ আবু বক্কর ছিদ্দিক প্রমূখ। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।