প্রতিনিধিঃ আশফাল আহম্মেদ রাফি”- দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব প্রবীণ দিবস ২০২০ উপলক্ষে প্রবীণদের জন্য অগ্রাধিকার ভিত্তিক স্বাস্থ্য সেবামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্সে রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়, ও উপজেলারত প্রবীণদের স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে ও ডাঃ চম্পা কুন্ড’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগ স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, ফেনী সদর হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।