মো. সাইফ উদ্দিন মিঠুঃ দাগনভূঞায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে সিরাজ ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী এ আদালত পরিচালনা করেন। এ সময় ৪ টি মাটি বহন কৃত ট্রাক্টর জব্দ করা হয়। গাজালা পারভীন রুহী বলেন, কোনোভাবেই ফসলি জমির মাটি কেটে নিতে দেওয়া যাবে না। প্রয়োজনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।