ফেনী দাগনভূঞায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে জাতিসংগের চুডান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন ২০২১ বাংলাদেশ পুলিশের অংশ হিসেবে দাগনভূঞা থানার উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার বিকেল তিনটায় দাগনভূঞা থানা চত্বরে বিটিভির সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষনের সমাপ্তির পরেই অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত আলোচনা সভায় এস আই মনোয়ার হোসেন’র সঞ্চালনায় অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনাগাজী দাগনভূঞার এএসপি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঁইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়া, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, দাগনভূঞা আ’ লীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, ফেনী প্রেসক্লাব (একাংশ) সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ। আরোও উপস্থিত ছিলেন রিপোটার্স ইউনিটির সাংবাদিকগন, দাগনভূঞা উপজেলার ইউপি চেয়ারম্যানগন, মেম্বার, ছাত্রলীগ যুবলীগ, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জীবন নিয়ে দিশারী ক্লাব কতৃক পরিচালিত দেশাত্মবোধক গান ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।