আশফাল আহম্মেদ রাফি ( ফেনী ) ফেনীর দাগনভূঞায় অবৈধভাবে কৃষিজমি কাটা রোধকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত , ফেনী দাগনভূঞা আজ ০৭ ফেব্রুয়ারি কর্তৃক ইয়াকুবপুর, জগতপুর ও দুধমুখা বাজার প্রভৃতি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে দুধমুখা বাজারের নিকটে কোডারপুলের পশ্চিম দিক থেকে ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি হতে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসাবে সিরাজ ব্রিকফিল্ডে উহা ব্যবহার করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এক ব্যক্তিকে ২০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, কৃষি জমি কাটা থেকে বিরত থাকার জন্য ,তিনি আরো বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে ।