সংবাদ সংগ্রহ- মোঃ জাহাঙ্গীর আলম জাহান: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক তরুণীকে (২০) দুইদিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামের ওই তরুণী গোবিন্দগঞ্জে আসেন। এ সময় কয়েকজন যুবক তাকে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। সেখানে দুইদিন আটকে থাকার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কৌশলে পালিয়ে ওই তরুণী সরাসরি গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হন। এ সময় তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।