ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “মুজিববর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত শিক্ষাঙ্গনে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মোট ৪৩২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে জ্যামিতি বক্স প্রদান করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলার পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, এবং অপর কর্মকর্তা জনাব মোঃ আশিকুর রহমান ও গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, মোঃ শাহাজান ই হাবিব,শিক্ষকবৃন্দ সহ স্টাফবৃন্দ। এছাড়া পুরাতন ঠাকুরগাঁও এবং ঝাড়গাঁও মাদরাসার প্রধান যথাক্রমে জনাব মোঃ আব্দুল মান্নান ও জনাব মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন