জামিল করিমঃ – ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিলেট সদর এপি কতৃর্ক ৬নং টুকের বাজার ইউনিয়নের শাহপুর ও কুমারগাঁও এ ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২.৩০ ঘটিকার সময় রশিদিয়া দাখিল মাদরাসা মাঠে বকনা বাছুর বিতরণ করা হয়। কুমারগাঁও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৬নং টুকের ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ থানার এস আই দয়াময় দাস, সহকারী সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, শাহপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদ উদ্দিন মাছুম তালুকদার, কুমারগাঁও গ্রাম উন্নয়ন কমিটির হান্নান, দিনাজুর রহমান, সাইফুল হক। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিলেটে এপির টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট লাইভলীহুড মোঃ রুহুল আমিন সরকার, টুকের বাজার পিএফএ প্রোগ্রাম অফিসার তপতি রাণী সরকার, ৮নং কান্দিগাঁও পিএফএ প্রোগ্রাম অফিসার প্রনয় পালমা, আইটি মুন, ইউজিপি ফ্যাসিলিটেটর শিবলু ও রুবেল, সেলিনা শিপা, জামিল, বক্করসহ অন্যান্য সহায়তাকারীবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিগণ ওয়ার্ল্ড ভিশনকে গরীব অসহায়দের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জানান।