মাসুদ রানা : নানান আয়োজনের মধ্য দিয়ে গত ০৫ জানুয়ারী বনশ্রী রামপুরায় চার নারী উদ্যাক্তার সমন্নয়ে গঠিত স্বল্প পরিসরে স্বল্প পুঁজিতে শুভ উদ্বোধন হয়ে গেলে উড়ান ফ্যামেলী মার্টের সাধ্যের মধ্যে সব টুকু সুখ নিয়ে উড়ান ফ্যামেলী মার্টের যাত্রা শুরু।সৌন্দর্য শোভিত পরিবেশে নিত্য প্রয়োজনীয় পন্যের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উড়ান ফ্যামেলী মার্ট,যেখানে পন্যের গুনাগুন মান রক্ষায় বদ্ধপরিকর,উড়ানে ফ্যামেলী মার্টে পাচ্ছেন উন্নত ও গুনগত মানের শিশু নারী পুরুষের বহুবিধ রং বিরংঙ্গের পোশাক কসমেটিকস শোখিন বস্তসামগ্রী ও ঘর সাজানোর সকল বাহারি ডিজাইনের পন্য ।উদিয়মান চার নারী উদ্যাক্তারা হলেন,সময়ের জনপ্রিয় নারী উদ্যাক্তা,শিরিন আক্তার,রোজিনা আক্তার,রোজি আক্তার,পারভিন আক্তার মিলে উড়ান ফ্যামেলী মার্টের যাত্রা শুরু করেন।সর্বপরি উড়ান ফ্যামেলী মার্টের যাত্রার মধ্য দিয়ে হয়ে গেলো নারী উন্নয়নের এক অপার সম্ভবনা যা বহিবিশ্বের সাথে তালমিলিয়ে দেশ এগিয়ে যাওয়ার এক অঙ্গীকার ।