ফরহাদ মাহমুদ, চট্রগ্রাম প্রতিনিধি চলে গেলেন দেশের শীর্ষ আলেমে দ্বীন হেফাজত ইসলামের আমির বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি ও চট্টগ্রাম মুঈনুল ইসলাম মাদরাসার সদরে মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।শুক্রবার সন্ধ্যায় তিনি পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শুক্রবার বিকেলে ৪ টার চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা নিয়ে আসা হয়। এরপর তাকে পুরান ঢাকার আজগর আলী মেডিকেলে ভর্তি করা হয়।এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন। জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন।