সংবাদ সংগ্রহ: জাহাঙ্গীর আলম জাহান: কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া বাইপাস এলাকায় মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অাজ শনিবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়। আটক দুইজন হলো- চাঁদপুর জেলার সদর উপজেলার নিজ গাছতলা এলাকার মো. ইমাম হোসেনের মেয়ে সুমি আক্তার (২০) ও বরগুনা জেলার বেতাগী এলাকার মো. আনিসুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন সজীব (২১)। তারা ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বাংলা খবরকে বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় পটিয়া উপজেলার পটিয়া বাইপাস এলাকায় মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুইজনকে আটক করা হয় তাদের কাছ থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদেরকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।