মোহাম্মদ হাসানঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ১০ জনকে জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ২০১৮ সালের ৩০ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে মামলাটি দায়ের হয়। আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হলে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী এডভোকেট নাজমুল হক সংবাদ মাধ্যমকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার দিন কোন আসামিই ঘটনাস্থলে ছিলেন না। আদালতে আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আদালত বয়স বিবেচনায় ১০ জনকে জামিন দিয়েছেন বাকি ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন। যদি মামলার মেরিট বিবেচনা করা হতো তবে সবাই জামিন পেতো। আদালত সূত্রে জানা গেছে নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূট্টো, হুমায়ুন কবীর, পাঁচলাইশ থানা যুবদলের সদস্য মোহাম্মদ নাছির, মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসাইনসহ ১৬ জনকে করাগারে পাঠানো হয়েছে।