ফরহাদ মাহমুদ চট্টগ্রাম প্রতিনিধি:- কাল ১৭ এপ্রিল শনিবার দুপুর পৌনে ১২ টার সময় এ ঘটনা ঘটে। গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা নামাজের সময় নির্ধারণ, ইফতার ও বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাটিপেটা শুরু করে। এতে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ।এ সময় শ্রমিকরা বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা । আহতদের বাশঁখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করে। এদেও মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষনা করে। নিহতরা হলেন, আহমদ রেজাা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো রাহাত (২৪) ও মো রায়হান (১৮)। এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শিলাব্রত বড়–য়া সিটিজি নিউজকে বলেন, বাশঁখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের সংঘর্ষেও ঘটনায় এ পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ্ ১ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । বাকিদের আবস্থাও আশঙ্কাজনক। হতাহাতের সংখ্যা বাড়তে পারে বলে জানেিয়ছেন এ কর্মকর্তা ।