রাস্তা দখল করে জমজমাট ব্যবসা করছে প্লাস্টিক পাইকারি ব্যবসায়ীরা। ছবিটি তোলা হয় মাঝির দোকান, খতিবের হাট, হাজী চাঁন মিয়া সওদাগর রোড়, পাঁচলাইশ, চট্টগ্রাম। সিটি কর্পোরেশনের কোন টেড্র লাইসেন্স নেই। মানছে না কোন নীতিমালা রাস্তা দখল করে প্লাস্টিক পণ্যের রেখে বেচাবিক্রি হচ্ছে। এলাকায় জনসাধারণের চলাচল কষ্ট হচ্ছে। এমনে তে রাস্তা ছোট তার উপর প্লাস্টিক পণ্যে রেখে বেচাবিক্রি হচ্ছে রাস্তায় উপর। এই যেন এক দখলের রাজত্ব। সাজ্জাদ হোসেন চৌধুরীস্টাফ রিপোর্টার চট্টগ্রাম