সমপ্রিয় চাকমা (অর্ণব) খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি সদর বিএনপি স্থায়ী কার্যালয়ে অাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন উপস্থিতিতে সদস্য ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, খাগড়াছড়ি উপজেলা বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মী উপস্থিতি ছিলেন। বক্তারা সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য অাহব্বান জানান। সংগঠনের ১২ টি জেলার প্রতিনিধি উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঝ্ঙলনা করেন খাগড়াছড়ি ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহেদুল অালম জাহিদ ও খাগড়াছড়ি জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক অানিসুল অালম অনিক।