খাগড়াছড়ি জেলার দীঘিনালায় হাই স্কুল পড়ুয়া একটি কিশোরী পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে আজ।ধর্ষক পুলিশ সদস্য মোঃনাজমুল(২৩) ৬ষ্ঠ শ্রেণির মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। পুলিশ সদস্য কে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।ধর্ষককে আটক করা হলো এবং কারাগারে পাঠানো হলো ধর্ষণের খবরটা ইতিমধ্যে সকলেই জেনেছে। ১৩ বছর বয়সী এই মেয়েটা দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করছেন। পিতা ও দরিদ্র অসহায়। নারী ও শিশু নির্যাতনে মামলা হয়েছে ঠিক কিন্তু ভিক্টিম সু-বিচার পাবে না।কারণ ধর্ষক হলো পুলিশ সদস্য তের বছরের একটা কিশোরী ধর্ষণের শিকার হয়েছে- তার কোন এদেশের বিচার হবে না?কারণ? শিশুটির পরিবার সুবিচার পাবে কিনা তা দ্বিধা গ্রস্থ অাছে পারিবারটি