নিজস্ব প্রতিবেদন:– আজ শনিবার সকাল ১০ টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় বসুরহাট পৌরসভা মিলনায়তনে।কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল এর সভাপতিত্বে এবং বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযুদ্ধো খিজির হায়াত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরনবী চৌধুরী চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম সারওয়ার, তাশিক মির্জা কাদের, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন নোমান এবং কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের সভাপতি-সম্পাদকসহ তৃণমূল নেতা-কর্মীরা। যুবলীগের বর্ধিত সভা হলেও জনসভায় পরিণত হয়। সভাপতির বক্তব্যে যুবলীগের সভাপতি বলেন,আমাদের নেতা জনাব আব্দুল কাদের মির্জা যদিও বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী তিনি এম পি,মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন।তিনি বলেন, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে,আমরা সবাই ঐক্যবদ্ব হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিব।