গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :- বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’র ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মির্জা কাদের এর বিরুদ্ধে ফেনীতে সংবাদ সন্মেলন করেন ফেনী জেলা আওয়ামিলীগ। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী, জেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল আলম জহির চেয়ারম্যান সহ জেলা ও উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ কাদের মির্জাকে জামাত ও বিএনপির এজেন্ট, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং মাদকাসক্ত বলে দাবি করেন। তারা কাদের মির্জাকে দল থেকে বহিষ্কার করার দাবি জানান এবং ফেনীতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এই বিষয়ে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা আনুষ্ঠানিক ভাবে কোন প্রতিক্রিয়া জানান নি। তবে ইতিপূর্বে তিনি লাইভ বক্তব্যে ফেনী ও নোয়াখালী সদরের এমপি এবং তাদের অনুসারি সহ একাধিক নেতাদের বিরুদ্ধে টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং মাদক ব্যবসা সহ নানান অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন।