মরতুজার রহমান, (সেনবাগ প্রতিনিধি):- ২ই অক্টোবর শুক্রবার বিকালে সেনবাগ উপজেলার বীরনারায়নপুর গ্রামে ওয়াসিল ভূঁইয়া বাড়ি সংলগ্ন ইব্রাহিম মেমোরিয়াল ফাউন্ডেশনের সাপ্তাহিক চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। ইব্রাহিম মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য আশরাফ এই প্রতিবেদক কে বলেন, প্রতি সপ্তাহে ইব্রাহিম মেমোরিয়াল ফাউন্ডেশন হাসপাতাল থেকে প্রায় ৩০-৫০ জন ব্যক্তি ফ্রি চিকিৎসা সেবা নিয়ে থাকে। ইব্রাহিম মেমোরিয়াল ফাউন্ডেশন চিকিৎসা সেবার ছাড়াও শিক্ষা উপকরণ বিতরণ, কুরআন শিক্ষা কার্যক্রম, পাঠাগার, ইয়াতিমখানায় কুরবানী দেওয়া, সড়ক সংস্করণ, ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং ও ত্রাণ বিতরণসহ স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। ২৭ বছর আগে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত জসিম উদ্দিন ১৯৯৩ সালে তার পিতা মরহুম ইব্রাহিমের স্মরণে ইব্রাহিম মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০০১ সাল থেকে ফাউন্ডেশনটি পূর্ন কার্যক্রম শুরু করে।