গতকালকের ভাইরাল হওয়া পিক এটি। এই পিক নিয়ে সোশাল মিডিয়ার অনেকেই কাহিনী শুরু করেছে। এই কালো ছেলে কিভাবে এত সুন্দর মেয়ে পেলো!!! মানুষের চিন্তাভাবনা কত নিচে চলে গেছে একবার চিন্তা করেন। ইমাজিন করেন, এই ছেলে সোশাল মিডিয়ায় এসব দেখে সুইসাইড করলে তার দায় কে নেবে? আপনারা ভাই এত নিচু কেনো? এই ছেলের মধ্যে এমন অনেক ট্যালেন্ট আছে যেটা আপনার আমার মধ্যে নেই। সে ট্যালেন্ট দেখেই হয়ত এই মেয়েটি মুগ্ধ হয়েছে। সবাই কি আপনার মত যে, সাদা চামড়া দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে? আপনার রূপ নিয়ে আপনি থাকুন ভাই, উনার লাইফ নিয়ে আপনার উপহাস করতে হবে কেনো? আপনারা না কিছুদিন পর পর “স্টপ রেসিজম” বলে মুখে ফেনা তুলেন। মানুষকে এপ্রিশিয়েট করতে শিখেন। আপনি ভাবতেও পারছেন না কতটা নিচু মানসিকতার কাজ করছেন। আল্লাহ সবাইকে অতি যত্ন করে সৃষ্টি করেছেন। ছাগল সাদা চামড়ার হলেও সে ছাগল, আর মানুষ কালো চামড়ার হলেও সে আশরাফুল মাখলুকাত। পারলে পরের ওয়াক্তের নামাজ পড়ে মাফ চেয়ে নিয়েন,নয়ত আপনার ঘরে এমন সন্তান আসবে, যেটি নিয়ে প্রতিবেশী ট্রল করে আজকের ট্রল কড়ায় গন্ডায় উশুল করবে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, আমিন। একটু কঠিন ভাষায় বললাম, কষ্ট নিবেন না কেও।