জামিল করিমঃশিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে ইউনাইটেড স্টুডেন্টস অর্গানাইজেশনের অব সোশ্যাল সার্ভিসেস (ইউএসওএস) কর্তৃক রচনা ও চিত্রাংকন-২০২১ এর আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতায় যোগ্যতা অনুযায়ী যে কেউ অংশগ্রহণ করতে পারবে।চিত্রাংকন প্রতিযোগিতায় শুধুমাত্র প্রথম থকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করিতে পারবে।চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় “গ্রামের দৃশ্য “। রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির যেকোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।রচনা প্রতিযোগিতা প্রতিযোগিতা দুটি গ্রুপে বিভক্ত থাকবে।ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা “ক” গ্রপ এবং নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা “খ” গ্রুপের আওতায় থাকবে।দুটি গ্রুপের জন্যই রচনার বিষয় ” সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের ভুমিকা “। প্রতিযোগিতাটিতে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশগ্রহণ করতে পারবে।চিত্র আর্টপেপারে এবং রচনা যেকোন সাদা কাগজে লিখে সরাসরি/ডাকযোগে/অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শেষ তারিখ ৪ এপ্রিল ২০২১। ১১ এপ্রিল ২০২১ তারিখে ইউএসওএস’র ফেসবুক পেইজে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার এক সাপ্তাহের ভেতরে বিজয়ীদের কাছে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।সকল অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট বরাদ্দ থাকবে। ডাকযোগে লেখা/চিত্র জমা দেওয়ার ঠিকানাঃ অর্ণব ৮/১,মিরের ময়দান,সিলেট। ফেসবুক পেইজে মেসেইজের মাধ্যমে লেখা/চিত্র জমা দেওয়ার ঠিকানাঃWWW.FACEBOOK. COM/USOS2020. হোয়াইটস অ্যাপের মাধ্যমে লেখা/চিত্র জমা দেওয়ার ঠিকানাঃ০১৭৬৬-৭৯৯১৭৯. সম্প্রতি ইউএসওএস’র ফেসবুক পেইজের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়