মরতুজার রহমান,(সেনবাগ প্রতিনিধি) ফেনীর দাগুনভূয়া উপজেলার অন্যতম সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আল ফাতিহা ব্লাড ডোনেশন এন্ড সোস্যাল ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যম্প উপজেলার ৩ নং পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন এর ৩ নং মমতাজ মিয়ার দীঘির পাড় বাজারে অনুষ্ঠিত হয় উক্তক্যম্পেইন প্রায় ১৫০ জনের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়, এবং জনসাধারণ কে রক্তদানে উৎসাহিত করা এবং মরনব্যাধি থ্যালাসেমিয়া বিষয় সচেতন করা হয়,ক্যম্পেইনে উপস্থিত ছিলেন , সংগঠনের সভাপতি আমজাদ হোসেন,সেইভ লাইফ সংগঠনের সভাপতি নিজাম হায়দার, ওয়েলফেয়ার ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক এবং সত্যের সন্ধানে সেনবাগ উপজেলা প্রতিনিধি মরতুজার রহমান,কালের ধ্বনি বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি মশিউর রহমান, জাহিদ হোসেন রোমান,রাজিবুর রহমান,আতাউল হোসেন,ইমন,কাউসার, ইসমাঈল, মাষ্টার বাবু,হারুন প্রমুখ। সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।