মরতুজার রহমান , (সেনবাগ প্রতিনিধি) ;-চাটখিল পৌরসভায় অন্তর্ভুক্ত না করতে, আজকে ৬ং পাঁচগাঁও ইউনিয়নেরমানুষ এলাকা পৌরকরন ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করে। নোয়াখালী জেলার চাটখিল পৌরসভায় পাশ্ববর্তী ইউনিয়ন সমুহের কিছু কিছু অংশ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইউনিয়নবাসী পৌরসভায় অন্তর্ভুক্ত হতে চায় না। বর্তমান পৌরসভায় যে এলাকাগুলো রয়েছে, সেগুলোর উন্নয়ন করতে পৌর কর্তৃপক্ষ হিমসিম খাচ্ছে। পাচ্ছে না পর্যাপ্ত বরাদ্দ। এ অবস্থায় পৌরসভার আয়তন বৃদ্ধি করা কতটুকু যুক্তযুক্তি তা বিবেচনার দাবী রাখে। এদিকে আজ ০৩ অক্টোবর ২০২০ শনিবারে ৬নং পাঁচগাঁও ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের জনগণ পৌরসভায় অন্তর্ভুক্ত চাই না,আমার মাটি আমার মা, পৌরসভায় যাব না, এরকম বহু শ্লোগান নিয়ে ছোট ছোট ব্যানার করে মানববন্ধন করে। এছাড়া ও তারা গত কয়েকদিন ধরে ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করে আসতেছে গ্রামবাসী,, লামচর ও আফসারখিল গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন একে অপরকে বুঝানোর চেষ্টা করেন। পৌরসভায় গেলে কি হবে, না গেলে কি হবে? সর্বশেষ গ্রামবাসীর একটাই দাবী আমরা পৌরসভায় অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা ইউনিয়নের মানুষ ইউনিয়নে থাকতে চাই। এই সম্পর্কে উক্ত ৬ং পাঁচগাঁও ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মাহমুদ হোসেন তরুন বলেন,, প্রিয় এলাকায় বাসি,, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের ৬নং পাঁচ গাঁও ইউনিয়নের ৮নং আফছরখিল ও ৯নং লামচর ওয়ার্ডের কিছু অংশ কর্তন করে পৌরসভার সাথে সংযুক্ত করার জন্য পৌরসভা কতৃপক্ষ স্হানীয় সরকার মন্ত্রণালয়ে একটি আবেদন করেন । এর প্রেক্ষিতে আমি মনে করি আয়তনের দিক দিয়ে আমাদের এই ইউনিয়ন নোয়াখালীর সবচেয়ে ছোট ইউনিয়ন সেই হিসেবে আমরা চেষ্টা করছি ইউনিয়নের সীমানা বৃদ্ধি করার জন্য । সেখানে উল্টো সীমানার পরিধি সংকুচিত করা কোন ভাবেই সমুচিন বলে মনে করি না । এলাকার স্বার্থ সমুন্নত রেখেই আমাদের রাজনীতি এবং প্রতিনিধিত্ব করা উচিত বলে আমি মনে করি । সেই ক্ষেত্রে আমার ইউনিয়ন বাসী কে সাথে নিয়েই এলাকার সীমানা রক্ষা সহ ঐতিহ্যগত সকল সমস্যা সমাধান করতে আমি বদ্ধ পরিকর ।