বোয়াল খালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্বলিত করোনা আইসোলেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোছলেম উদ্দিন আহমদ এম.পি। চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শত দু্র্যোগে আমি মানুষের পাশে ছিলাম, আমৃত্যু থাকতে চাই। করোনা আক্রান্ত হয়ে ও মানুষের জন্য কাজ করেছি। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন তারই একটি উদাহরণ। তিনি আরো বলেন, আমি আগামী সংসদে যোগ দিতে ঢাকা গেলেই হাসপাতালের উন্নয়নে মন্ত্রনালয়ে যাব,প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করব। মোটের ওপর আমার সময়কালের মধ্যেই উপজেলা হাসপাতালকে আধুনিক ও উন্নত করা হবে।