সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প হতে ক্যান্সার, কিডনী সমস্যা, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস ও থেলাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দাগনভূঞা উপজেলায় ১৬ জন রোগীকে ৫০,০০০/- টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। নতুন গেজেটভুক্ত ০৯ জন বীর মুক্তিযুদ্ধোর মাঝে সন্মানী ভাতার বহি বিতরণ। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ০৫ টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৬,০০০/- টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।আর এস এস কর্মসূচির আওতার ৩৬ জন স্কীম গ্রহীতার মাঝে ৯,৬০,০০০/- ঋণ বিতরণ করা হয় এবংপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ দিদারুল কবির রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার জনাব আব্দুর রহমান। ও দাগনভূয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন সভাপতিত্ব করেন মোঃ রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, দাগনভূঞা, ফেনী।