মোহাম্মদ হাসানঃ দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা ভালো না। সোমবার সকাল থেকে তার ফুসফুস কাজ করছে না বলে আইনমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন। জানা গেছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন তিনি। যদিও সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে, তিনি করোনামুক্ত হয়েছেন। আইনমন্ত্রী আনিসুল হক সোমবার দিবাগত রাত ১০টার দিকে একটি জাতীয় দৈনিককে বলেন, উনার (অ্যাটর্নি জেনারেল) অবস্থা ভালো না। ফুসফুসে পানি জমে গেছে। ফুসফুস কাজ করছে না। অবস্থা খুব একটা ভালো বলা যাবে না। শংকামুক্ত নন উনি। সবাই উনার জন্য দোয়া করবেন। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর জ্বর ও গলাব্যথা নিয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। ওই দিনই তার করোনার নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এর পর গত ১৯ সেপ্টেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়।